চলচ্চিত্রপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মুক্ত হলো শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘তান্ডব’-এর টিজার। গতকাল (১৮ মে) পরিচালক রায়হান রাফি নিজ ফেসবুকে এই টিজার প্রকাশ করেন। এর কিছুক্ষণের মধ্যেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
মেগাস্টার শাকিব খান নিজেও ফেসবুকে শেয়ার করেন টিজারটি। তার ক্যাপশনে লেখা ছিল, “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তান্ডব’-এর পূর্বাভাস!”
শবনম বুবলীও টিজারটি শেয়ার করে লেখেন, “এই ঈদুল আযহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তান্ডব আসছে..” পাশাপাশি জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজিও।
অন্যদিকে আজ এক অনুষ্ঠানে অপু বিশ্বাস সাংবাদিকদের জানান, “তান্ডব অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।”
টিজারে যা দেখা গেল
টিজারে দেখা যায় মুখোশধারী এক গ্যাং একটি ভবনে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। ভবনটি সম্ভবত একটি টেলিভিশন চ্যানেলের। সেখান থেকেই দেশবাসীকে বার্তা দেয় তান্ডব। এর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুরু হয় মুখোমুখি লড়াই। উত্তেজনার চূড়ায় এসে শাকিব খান মুখোশ খুলে ফেলেন, আর সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে বার্তা— “তান্ডব আসছে। সবাই ঘরে থাকুন।”
টিজারের এক ঝলকে দর্শক দেখতে পেয়েছেন জয়া আহসানকে একটি পিস্তল হাতে। তিনি তান্ডবকে থামাতে পিস্তল তাক করেছেন। যা সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।
শাকিব ভক্তদের উন্মাদনা
টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তান্ডব ঝড়। শাকিব ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। অনেকে বলছেন, “এটাই হতে যাচ্ছে এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা।”
এখন শুধু অপেক্ষা— ঈদে কবে প্রেক্ষাগৃহ কাঁপাবে ‘তান্ডব’।
আপনি প্রস্তুত তো? ঘরে থাকুন, তান্ডব আসছে!