২০২৫ সালের ২৮ মার্চ, ঢালিউড কিং শাকিব খানের জন্মদিনে উন্মোচিত হলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তান্ডব’-এর ফার্স্টলুক পোস্টার। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে এই অ্যাকশনধর্মী ছবি।
🔥 ফার্স্টলুক পোস্টার রিভিউ:
পোস্টারটি চটকদার ডিজাইনের বদলে রহস্যময় ও অর্থবহ উপস্থাপন নিয়ে হাজির হয়েছে। প্রথম দর্শনেই আঁচ করা যায়, ‘তান্ডব’ একটি রক্তাক্ত প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ের গল্প হতে চলেছে।
শাকিব খানের পেছনের রক্তাঙা আভা যেন প্রতীকি চিহ্ন—যুদ্ধে লিপ্ত এক অগ্নিপুরুষের। সেই লাল আলো ইঙ্গিত দেয় তীব্র সংঘর্ষ, রক্তপাত আর ধ্বংসের।
শাকিব খানের শরীরে জ্বলন্ত আগুন আর চোখে জ্বলে ওঠা ক্ষোভ যেন বলে দেয়, এই চরিত্রটি শান্ত নয়—বরং চরম রাগে ফেটে পড়া এক ব্যক্তি, যিনি একাই পুরো বিশ্বকে টালমাটাল করে দিতে পারেন। তাকে থামানোর মতো কেউ নেই।
মুখে সিগারেট, হাতে পিস্তল—এই দুই উপাদানেই ফুটে উঠেছে তার দাপট, দম্ভ ও অপ্রতিরোধ্য ক্ষমতার প্রতিচ্ছবি। এই চরিত্রটির একমাত্র লক্ষ্য—প্রতিশোধ ও আধিপত্য।
🎬 কী আশা করা যায়:
পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, ‘তান্ডব’ হতে যাচ্ছে একশো ভাগ কমার্শিয়াল, স্টাইলিশ ও আগুনে ঝলসে দেওয়া সিনেমা। দর্শকের প্রত্যাশা এখন তুঙ্গে।
এবার শুধু অপেক্ষা ঈদুল আযহার, যখন রূপালি পর্দায় শুরু হবে শাকিব খানের ‘তান্ডব। সবাইকে আমন্ত্রণ, প্রেক্ষাগৃহে আসুন, নিজের চোখে দেখুন এই তান্ডবের মহাউৎসব!
