তান্ডব মুভি রিলিজ ডেট – Taandob Movie Release Date

Taandob Release Date June 7, 2025

ঈদুল আযহা উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তান্ডব। তাই স্বাভাবিকভাবেই যেদিন ঈদ হবে, সেদিনই তান্ডব মুক্তি পাবে।

Taandob Movie Release Date is June 7, 2025

সংযুক্ত আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষনা করেছে ৬ জুন, ২০২৫। তাই বাংলাদেশে ঈদ হবে ৭ জুন। একারণে তান্ডব সিনেমা ৭ জুন, ২০২৫ প্রেক্ষাগৃ্হে মুক্তি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে যদি আরব আমিরাতে ঈদ ৭ তারিখ হয়, সেক্ষেত্রে বাংলাদেশে ঈদ ৮ তারিখ হবে। এক্ষেত্রে তান্ডব সিনেমাও একদিন পরে মুক্তি পাবে।

বিস্তারিত আলোচনা:

সংযুক্ত আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সোসাইটির ভাষ্যমতে, চলতি বছরের ২৭ মে সন্ধ্যায় হিজরি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। এর ফলে ২৮ মে শুরু হবে জিলহজ মাস। সেই হিসেবে ৯ জিলহজ, অর্থাৎ ৫ জুন হবে আরাফাত দিবস, আর ১০ জিলহজ, অর্থাৎ ৬ জুন পড়বে ঈদুল আজহার দিন।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর ৩৮ মিনিট পর্যন্ত চাঁদ দৃশ্যমান থাকবে। এতে করে হালকা বাঁকা চাঁদটি দেখা সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

তবে আবহাওয়ার কারণে যদি ওইদিন চাঁদ দেখা না যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হবে ৭ জুন (শনিবার)।

মধ্যপ্রাচ্যের চাঁদ দেখার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো একদিন পর ঈদ উদযাপন করে। সেই অনুযায়ী, যদি মধ্যপ্রাচ্যে ঈদ হয় ৬ জুন, তবে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন (শনিবার)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top