তান্ডব চলচ্চিত্রে বাংলাদেশ ও ভারতের একাধিক অভিনেতা থাকবেন। পরিচালক রাইহান রাফী এবং তান্ডব সিনেমা কর্তৃপক্ষ ইতোমধ্যে একাধিক অভিনয় শিল্পীর নাম নিশ্চিত করেছেন। নিচে এই বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।
তান্ডব মুভি কাস্ট লিস্ট -Taandob Movie Cast List :
- তান্ডব চরিত্রে সাকিব খান
- ভিলেন চরিত্রে জিৎ
- সাবিলা নুর
- জয়া আহসান
- কাজী নওশাবা আহমেদ
- ওস্তাদ জাহাঙ্গীর আলম
- লুৎফুর রহমান জর্জ
- সামিউল হাফিজ
- আঞ্জুম রাহুল
- মোঃ আলামিন হোসেন
তান্ডব চরিত্রে সাকিব খান
তান্ডব সিনেমায় মূল চরিত্রে থাকবেন মেগাস্টার সাকিব খান। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা তিনি। সর্বশেষ বরবাদ সিনেমায় তাকে মির্জা চরিত্রে দেখা গিয়েছে।
শাকিব খান ২৮ মার্চ ১৯৭৯ গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম রাখা হয় মাসুদ রানা। তবে বর্তমানে তিনি শাকিব খান নামেই সর্বস্তরে পরিচিত। দর্শক ভালোবেসে তাকে এসকে, ঢালিউড কিং এবং কিং খান নামেও ডেকে থাকে।
জিৎ
জিৎ একজন ভারতীয় অভিনেতা। ৩০ নভেম্বর ১৯৭৮ কলকাতার কালীঘাটে তিনি জন্মগ্রহণ করেন। জিৎ এর স্ত্রীর নাম মোহনা রতলানীক এবং মেয়ের নাম নবন্যা। ২০০১ সালে তিনি সর্বপ্রথম অভিনয় জীবন শুরু করেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা তিনি। তবে বাংলাদেশেও তার অনেক ভক্ত রয়েছেন।
তান্ডব সিনেমায় তিনি ভিলেন চরিত্রে অভিনয় করবেন। যদিও স্কিনে তার উপস্থিতি খুব বেশি সময়ের হবেনা। তবে বিশেষ চমক থাকবে তার অভিনয়ে।
সাবিলা নুর
সাবিলা নূর একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তিনি কাজ শুরু করেন। এরপর ইউ টার্ন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি টেলিভিশন অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।
জয়া আহসান
জয়া আহসান একজন বাংলাদেশী অভিনেত্রী। তবে পশ্চিম বঙ্গেও তিনি অনেক জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০০৪ সালে তিনি সর্বপ্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি তান্ডব সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করবেন। তবে পর্দায় তাকে অনেক লম্বা সময় দেখা যাবে।
কাজী নওশাবা আহমেদ
কাজী নওশাবা আহমেদ একজন বাংলাদেশী অভিনেত্রী। তবে বেশকিছু ভারতীয় ওয়েবসিরিজেও তিনি অভিনয় করেছেন। তান্ডব চলচ্চিত্রে তাকে আইটেম গানে দেখা যাবে।
ওস্তাদ জাহাঙ্গীর আলম
বাংলা চলচ্চিত্রে ওস্তাত জাহাঙ্গীর আলমের পরিচিতি অনেক বেশি। একসময় অনেক জনপ্রিয় একজন ব্যাক্তি ছিলেন তিনি। তিনি সর্বপ্রথম বাংলা সিনেমায় মার্সালাত নিয়ে এসেছিলেন। নায়ক রুবেলের নায়ক হয়ে ওঠেন এই ওস্তাত জাহাঙ্গীর আলমের হাত ধরেই।
লুৎফুর রহমান জর্জ
লুৎফর রহমান জর্জ (জন্ম ১ জুলাই ১৯৬৩) একজন বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি আগুনের পরশমণি এবং আয়নাবাজিসহ বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তিনি অ্যাক্টরস ইক্যুইটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে তিনি প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করেন, যা বাংলাদেশের সর্বকালের সর্বাধিক আয় করা চলচ্চিত্র।
এছাড়াও সামিউল হাফিজ, আঞ্জুম রাহুল, মোঃ আলামিন হোসেন এবং আরো অনেক গুণী অভিনয় শিল্পী রয়েছেন তান্ডব মুভিতে।